বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন (৪৯) নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামিকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তিনি অজ্ঞাত আসামি বলে জানা গেছে।

শুভ কুমার ঘোষ/আরকে