বাজারে এসেছে নতুন আলু, কেজি ২০০ টাকা
দিনাজপুরের বাজারে আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করেছে। তবে এসব আলু বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি নতুন আলু খুচরা বাজারে মিলছে ২০০ টাকা দরে।
শুক্রবার (১৫ নভেম্বর) দিনাজপুরের বাহাদুর বাজারে এই আগাম জাতের আলু ওঠে। পরিমাণে ছিল খুবই কম। বিক্রেতারা বলছেন, নবান্নের উৎসবে ক্রেতারা নতুন আলু খোঁজে, এজন্য কৃষকদের কাছে থেকে আগাম জাতের আলু নিয়ে আসে বাজারে বিক্রি করছি।
বিজ্ঞাপন
বাহাদুর বাজারে সবজি কিনতে আসা চয়ন রায় বলেন, বাড়িতে নবান্নের আয়োজন করছি এজন্য বাসায় কিছু আত্মীয়-স্বজন এসেছে। বাজারে নতু আলু দেখে এক কেজি কিনলাম ২০০ টাকা দিয়ে। বাড়িত নতুন আলু দেখলে সবাই খুশি হবে। কারণ এখন নতুন আলু বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। তাই দাম বেশি হলেও ২০০ টাকা দিয়ে এক কেজি আলু নিলাম।
বাজারের আরেক ক্রেতা আফজাল হোসেন বলেন, নতুন আলু দেখে ৫০০ গ্রাম কিনলাম ১০০ টাকা দিয়ে। নতুন আলুটা পরিপক্ব হয়নি ভালোভাবে। অল্প করে নিলাম তার পরেও।
বিজ্ঞাপন
আলু বিক্রেতা রুবেল আলী বলেন, আজ শুক্রবার সকালে পাইকারি বাজার থেকে ১০ কেজি নতুন কিনেছি ১৬০ টাকা কেজি দরে। এখন বিক্রি করছি ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। তবে সকালে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। নবান্নের জন্য নতুন আলুর চাহিদা থাকে বাজারে।
আরেক আলু বিক্রেতা একরামুল হক বলেন, আমি বৃহস্পতিবার খানসামা উপজেলার এক পাইকারের কাছে নতুন আলু চেয়েছিল নবান্নের জন্য, কারণ এ সময় আলুর দাম বেশি থাকে। এই আলু কিনেছি বেশি দামে। নতুন আলু তো বাজারে একেবারেই কম। নতুন আলু এখনও ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি।
সোহাগ/দিনাজপুর