দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি
মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ী শ্রীনদী এলাকার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত দিলরুবা সুলতানা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ী শ্রীনদী গ্রামের নুরু মোল্লার ছেলে মাহমুদুল হাসান মধু (৩২) এবং জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০)।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ী শ্রীনদী গ্রামের গাউস নপ্তীর মেয়ে রাবেয়া আক্তার রিয়াকে দুর্বৃত্তরা জোড়পূর্বক একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় পরদিন মেয়েটির বাবা গাউস নপ্তী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে একই গ্রামের মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লার সম্পৃক্ততা পেয়ে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ঘটনার দীর্ঘ আট বছর পর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত দিলরুবা সুলতানা দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার বাদী গাউস নপ্তী বলেন, আমরা রায়ে খুশি। দ্রুত দোষীদের শাস্তি কার্যকর করার দাবি জানাই। আগামীতে যেন কোনো মায়ের কোল খালি না হয়।
বাদীপক্ষের আইনজীবী লিয়াকত হোসেন শিকদার বলেন, এ মামলা শেষ হতে দীর্ঘ আট বছর লেগে গেল। কারণ আসামিপক্ষ সাক্ষীদের জেরা করতে বার বার সময় নিয়েছে। তারা মামলাটির বিচার বিলম্বিত করার চেষ্টা করায় দেরি হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান চুন্নু জানান, তারা ন্যায় বিচার পাননি। এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ।
আরএআর