ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ
যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ করল প্রশাসন
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিন বছর ধরে বাসাবাড়িতেই নিষিদ্ধ পলিথিনের কারখানা গড়ে তুলেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক।
পরবর্তীতে ‘নির্বিঘ্নে চলছে যুবলীগ নেতার অবৈধ পলিথিন কারখানা’ শিরোনামে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ পেলে অভিযান চালায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
এ সময় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২০০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) রাতে সদরের সালন্দর নামক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিনিয়র সহকারী কমিশনার খাইরুল ইসলাম বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারাই ধারাবাহিকতায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬০০০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, সালান্দার ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিনের এ কারখানাটি গড়ে তুলেছেন সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক। দীর্ঘ তিন বছর ধরে এভাবেই পলিথিন কারখানা চালিয়ে আসছেন তিনি। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়।
সেখানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
আরিফ হাসান/এএমকে