যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না
অবিলম্বে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করা হয়নি। এজন্য তিনি দেশে ফিরতে পারছেন না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারা দেশের ন্যায় জেলাভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
যুবদলের সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। রাজপথে আমাদের লড়তে হবে। নির্বাচন নিয়ে আমরা কোনো তালবাহানা সহ্য করব না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা রাজপথে অতীতের মতো আর বেগবান হয়ে থাকব।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী খুব সম্ভ্রান্ত মানুষ। একটি মিথ্যা মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের নেত্রী অন্যায়ের সঙ্গে আপস করেননি। গত ১৭ বছর আমাদের নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায় ছিল জুলাই ও আগস্ট। দীর্ঘ এই আন্দোলন-সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, হামলার শিকার হয়েছে। আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। আগামীতেও রাজপথে তারেক রহমানের হাত শক্তিশালী করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মাঠে থাকবে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, যে খুনি সংগঠন প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে একবিংশ শতাব্দীতে এসে সেরকম রাজনীতি আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে, তার বিপরীতে একটি অর্থবহ এবং ইতিবাচক ছাত্ররাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে ছাত্রদল কাজ করছে।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আমান্নুলা আনাম, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ