নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল দোকানে, নিহত ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সাইকেল মেকানিকের দোকানে ঢুকে পড়ে। এ সময় ট্রাক চাপায় আফতাব হোসেন (৬২) নামে একজন পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানি দুলু মিয়া (৪৮) আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহত আফতাব উদ্দিনের বাড়ি পাঁচবিবির দরগাপাড়া এলাকায়। আহত দুলু মিয়াও একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দশ চাকার একটি ট্রাক জয়পুরহাটের দিক থেকে হিলির দিকে যাচ্ছিল। ট্রাকে কোনো পণ্য ছিল না। দরগাপাড়া নামক এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল মেকানিক দুলু মিয়ার দোকানে ঢুকে পড়ে। দোকানের সামনে থাকা পথচারী আফতাব ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান। দুলু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর পুলিশ ট্রাকের চালককে আটক করেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চম্পক কুমার/এমজে