অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে ব্রিজের রেলিংয়ে ঢুকে গেল ট্রাক
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের লাঙ্গলবাধ-শ্রীপুর সড়কের গোয়ালপাড়া ডাবল ব্রিজের রেলিংয় ভেঙে মাঝ বরাবর বালুবোঝাই একটি ট্রাক ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান। এ ঘটনায় শ্রীপুর-লাঙ্গলবাধ সড়কে কয়েক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, হাটফাদিলপুরগামী বালুবোঝাই একটি ট্রাক গোয়ালপাড়া ডাবল ব্রিজের ওপর গেলে বিপরীত দিক থেকে আসা লাঙ্গলবাধগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি অবস্থানে থাকায় ট্রাকচালক সিএনজিতে থাকা যাত্রীদের প্রাণ বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে লাগিয়ে দেন। পরে স্থানীয়রা বালু আনলোড করে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান।
বিজ্ঞাপন
ট্রাকচালক লিটন বলেন, লাঙ্গলবাধ থেকে বালু নিয়ে শ্রীপুর হয়ে হাটফাদিলপুর যাচ্ছিলাম। আমার গাড়ির গতি কম ছিল, পথে গোয়ালপাড়া ডাবল ব্রিজে দ্রুতগামী একটি সিএনজি ট্রাকের মুখোমুখি চলে আসে। সিএনজিতে থাকা ১০ জন মানুষের জীবন বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করি। একপর্যায় ব্রিজের রেলিংয়ে লাগিয়ে দিই। আমি আমার জীবনের মায়া না করে ১০ জন মানুষের জীবনের চিন্তা করেছি।
শ্রীপুর থানার এসআই মনসুর রহমান বলেন, আমরা খবর শোনে ঘটনাস্থলে যাই। কোনো নিহতের খবর নেই। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
এমজেইউ