দুর্গম চর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চর থেকে আব্দুল হাই (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরের প্রজাপতি গ্রাম থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
নিহত আব্দুল হাই ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশারিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং পার্থশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে আব্দুল হাই নিজ বাড়ি থেকে বের হন। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। শনিবার সকাল ১০টার দিকে ইসলামপুরের সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম চর প্রজাপতি এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে মৃত আব্দুল হাইয়ের গলায় মাফলার পেঁচানো ছিল। তাকে সেটা দিয়ে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
মুত্তাছিম বিল্লাহ/এমজে