সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তের ভারত অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১-এর ওপারে মরদেহটি পাওয়া যায়।

নিহত বৃদ্ধ কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের ছেলে জিয়াউর রহমান বলেন, আমার বাবা গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের অংশে লাকড়ি কুড়াতে যান। পরে আর তিনি আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১-পিলারের প্রায় ২০০ ফুট ভেতরে ভারতীয় অংশে তার মরদেহ পাওয়া যায়। পরে বিজিবিকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে সীমানার ১২৫১-পিলারের নিকট বৃদ্ধের মরদেহ পাওয়া যায়। মরদেহের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা কীসের চিহ্ন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ