নোয়াখালীতে ১৪৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাত বন্ধে কারখানায় অভিযান চালিয়েছেন ম্যাজিস্ট্রেট। এসময় মজুত রাখার দায়ে ১৪৭৩ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌমুহনী বাজারের বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় চৌমুহনী বাজারের ‘বিসমিল্লাহ প্যাকেজিং’ নামের কারখানায় অভিযান চালিয়ে ১৪৭৩ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন রাখার অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় বাজারজাত করার সময় দেড় টন অবৈধ পলিথিন জব্দ করে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। এটি বন্ধ করতেই হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/জেডএস