বরিশালে শুরু হয়েছে আট দিনব্যাপী বিভাগীয় বই মেলা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করা হয়। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসন বরিশালের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সংস্থার মোট ৭৭টি স্টল থাকছে। এছাড়া মেলায় বিভাগীয় প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং সিভিল সার্জনের কার্যালয় বরিশালের আরো ৩টি স্টল থাকবে। সব মিলিয়ে মোট ৮০টি স্টল রয়েছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান, সেমিনার ও প্রতিযোগিতার পৃথক আয়োজন রয়েছে।  

এছাড়া মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিভাগের ৬ জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল সংস্কৃতি কেন্দ্র, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) অংশগ্রহণ করবে। সমাপনীর সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/জেডএস