পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে এক ইলেকট্রিশিয়ানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগনো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের বাংলা শেড রুম নাম্বার বি-৩ এর ভেতর থেকে সোহান প্রামানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

নিহত সোহান পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মধু প্রামানিকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহান ওই বিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজের ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। গত দুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগদান করেননি। রুমেই অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসএম আলমাস/আরকে