ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল শহরের বড়বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত যুব আন্দোলনের আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ সাদী। সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— হেফাজত নেতা মাওলানা আব্দুল বারী, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, নেত্রকোণা পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ। 

এসময় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা বলেন, নেত্রকোনায় এখন পর্যন্ত সংখ্যালঘু পরিবারের ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি এই জেলা নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে ভারতীয় গণমাধ্যম, এটা সঠিক নয়।

এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 

চয়ন দেবনাথ মুন্না/এনএফ