স্বেচ্ছাশ্রমে উন্নয়ন, কর্মমুখী ও মানবিক সেবামূলক বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা ভলান্টিয়ারি পুরস্কার-২০২৪ পেয়েছেন রংপুরের মেহেদী হাসান রাব্বি। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও বাংলাদেশ) এ পুরস্কার প্রদান করে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। এতে সারা দেশ থেকে সেরা ২০ জন ভলান্টিয়ারকে বেস্ট ভলান্টিয়ার হিসেবে মনোনীত করা হয়েছেন।

ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিরুল হাসান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ড. রুবাবা খন্দকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকদ্দেম হোসাইন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোলান্ড ফরবেস ইউএনএফপির কান্ট্রি ডিরেক্টর মাসাকি ওয়াটাবে, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস ব্যাকস্ট্রোম, ইউএসএআইডি বাংলাদেশের মানবাধিকারবিষয়ক ডিরেক্টর এলেনা জে ট্যান্সি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. এন্ড্রে কারস্টেন।

বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়া মেহেদী হাসান রাব্বি সামাজিক সংগঠন ‘স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনের মাধ্যমে মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান তিনি।

স্বেচ্ছাসেবী তরুণ এ সমাজ উন্নয়নকর্মী রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন চর কান্দিনা গ্রামের স্কুলশিক্ষক শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।

রংপুরের পীরগাছায় তিস্তা নদী বেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চলে ২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন’। অনগ্রসর চরাঞ্চলে কুসংস্কার দূর, স্কুলশিক্ষার্থীদের ঝরেপড়া রোধে বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা, দারিদ্র্য নিরসনে যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অসহায় মানুষদের চিকিৎসার মতো মৌলিক সেবা ও রক্ত প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। এ পর্যন্ত এসডিজির ১৩টা প্রজেক্ট নিয়ে কাজ করছে।

একঝাঁক তরুণের সমন্বিত প্রয়াসে ২০১৯ সালে যাত্রা শুরু করে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন। যাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন। এই সংগঠনটিতে মেহেদী হাসান রাব্বি ছাড়াও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলামসহ স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করতে আগ্রহী একঝাঁক নিবেদিত প্রাণ।

প্রতিবছর তিস্তা নদীর ভাঙা-গড়ার খেলার সঙ্গে লড়াই করতে হয় ছাওলা ইউনিয়নবাসীকে। ২৪টি গ্রাম ও মৌজার এই ইউনিয়নে ৪৫ হাজারের বেশি মানুষের বসবাস। যাদের বেশিরভাগই শিক্ষাবঞ্চিত, কর্মহীন ও অনগ্রসর। এখানকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সমাজের ভালো কাজের সঙ্গে যুক্ত করার প্রয়াসে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য একটি মানবিক সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। মানুষের পাশে থেকে মানবিক এক বাংলাদেশের স্বপ্ন দেখা।

প্রতিষ্ঠার পর থেকে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন স্বেচ্ছায় মানবিক কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ ও মাদক নিয়ে জনসচেতনতা সৃষ্টি, বেকারদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবীদের ফ্রিলান্সিং প্রশিক্ষণ ও কাজে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন রকম কাজ করছে সংগঠনটি। শুধু তাই নয়, চরাঞ্চলের বাচ্চাদের স্কুল থেকে ঝরেপড়া রোধে তরুণরা মিলে গড়ে তুলেছে ‘স্বপ্ন ছুঁই স্কুল’। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার সুযোগ সৃষ্টি হয়েছে অনেক দরিদ্র পরিবারের শিশু-কিশোরদের। করোনাকালীন ভালো কাজের জন্য ২০২২ সালে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট থেকে সংগঠনটিকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি সম্পর্কে মেহেদী হাসান রাব্বি বলেন, সব স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এই স্বীকৃতি পেলাম। তাই এই অর্জন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীসহ পুরো রংপুরবাসীর। আমার এ অর্জন আমি রংপুরের সব স্বেচ্ছাসেবী ভাই-বোনদের উৎসর্গ করছি।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে