চাঁপাইনবাবগঞ্জে একটি স্কুলের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে (টাউন হাইস্কুল) ছাদ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, টাউন হাই স্কুলের পুরাতন ভবনের ছাদের উপর ককটেলগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানার এসআই মুসাব্বিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি রইস উদ্দীন বলেন, টাউন স্কুলের ছাদ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুদ করে নিরাপদস্থান ভেবে স্কুলের ছাদে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি  জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আশিক আলী/এমএসএ