নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে একই পরিবারের তিনজনকে জখম করা হয়েছে। শনিবার (২২ মে) সন্ধ্যার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন তোতা (৪৫), তার স্ত্রী গুলনাহার বেগম (৩৬) ও মেয়ে নাবিলা হোসেন (১৭)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দেলোয়ার হোসেন তোতার সঙ্গে তার ভাই বজলুর রশিদ খাজার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। শনিবার (২২ মে) বাড়ির উঠানে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে হামলার শিকার হন তোতাসহ তার পরিবারের সদস্যরা।

তোতার ছেলে নাদিম মাহমুদ তন্ময় বলেন, শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে নলকূপ বসানোর কাজ চলছিল। সন্ধ্যায় কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এ অবস্থায় বড় চাচা বজলুর রশিদ খাজার ছেলে তুষার একটি দা নিয়ে অতর্কিতভাবে আমার বাবার ওপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে মা ও আমার বোন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার সেলিম ঢাকা পোস্টকে জানান, হাসপাতালে তিনজন চিকিৎসা নিচ্ছেন। শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামীনূর রহমান/এসকেডি