বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেছেন, বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতির ও আমাদের প্রত্যাশা, শিগগিরই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিলেন, সেই ভোটের অধিকার ফিরে পাবেন নির্বাচনের মাধ্যমে। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র ফিরে পাবে মানুষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরায় উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী খান বলেন, দুর্নীতি করে দেশের ব্যাংকের টাকা শেষ করে দিয়েছে হাসিনা সরকার। কোনো ব্যাংকে এখন টাকা নেই। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর একটি কমিটি করেছিল। সেই কমিটির কাজ ছিল শেখ হাসিনার আমলে যা যা দুর্নীতি হয়েছে, তার হিসাব করা। এই কমিটির লোকেরা বিএনপি করেন না, তারা নিরপেক্ষ মানুষ। ইতোমধ্যে তারা রিপোর্ট জমা দিয়েছেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৯ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন হাসিনা ও তার দলের লোকজন।

কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। সমাবেশের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরিফ আজগর/এমএ