কুমিল্লায় কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
কুমিল্লা জেলার দেবিদ্বারের সড়কের পাশে একটি কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ ডিসেম্বর) দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি বলেন, সড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি চলছে।
আরিফ আজগর/এমএসএ