ফেনীতে টিন বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরতলীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আহসান উল্লাহর ছোট ছেলে। ইমরান পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিন বোঝাই ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সেখান থেকে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ইমরানকে উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা আহসান উল্লাহ বলেন, ইমরান তার অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে দুর্ঘটনার কথা জানান। তাৎক্ষণিক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পেয়েছি৷ 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। 

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ বলেন, উল্টে যাওয়া টিন বোঝাই ট্রাকের নিচ থেকে ইমরানকে উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

তারেক চৌধুরী/এমএসএ