বাসচাপায় শালা-দুলাভাই নিহত
ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছকরিকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুইজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক। দুলাভাই বাঁধন দাস (২৭) মাগুরা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাধন দাসের ছেলে। নিহত শ্যালক প্রান্ত সরকার (১৯) ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকার বাসিন্দা গোকুল সরকারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবহনের একটি বাস (খুলনা মেট্রো ব ১১-০০৯৪) ছকরিকান্দি পৌঁছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
জহির হোসেন/এএমকে