বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড
পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে সার বিক্রির দায়ে মো. সালাউদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলার বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটি পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এই কারাদণ্ড দেন।
বিজ্ঞাপন
মো. সালাউদ্দিন হেতালিয়া বাধঘাট এলাকার মো. অহিদুর রহমানের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. সালাউদ্দিন ২১ টাকা কেজির সার ৪০ টাকায় বিক্রি করছিলেন। দ্বিগুণ দামে সার বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে ধরা পরেন তিনি।
জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার বলেন, ‘তরমুজসহ মৌসুমি ফসলের উচ্চ চাহিদার সুযোগে মো. সালাউদ্দিনসহ জেলার অনেক অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এ ঘটনায় সার বিক্রেতা মো. সালাউদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপকর্ম বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।
মো. রায়হান/এমএসএ