মঞ্চে এসেছে শব্দাবলী শিশু থিয়েটারের নতুন নাটক ‘নীল কমলের বাঘ’। শিশুদের মনস্তত্ত্ব, প্রকৃতি, পরিবেশ দূষণ ও প্রাণীকূলের সঙ্গে বৈরী আচরণের গল্পকে তুলে ধরে নির্মিত নাটকটির প্রিমিয়ার শো গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ‌্যায় শব্দাবলীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয়।

নাট‌্যকার তুহিন সমদ্দারের লেখা নাটকটি নির্দেশনা দেন নির্দেশক শহিদুল ইসলাম শিশির। নাটকের মঞ্চ উদ্বোধন করেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ‌্যাপক আলমগীর হাই।

নীল কমলের বাঘ নাটকে ২০ জন শিশু-কিশোর মঞ্চে অভিনয় করে। এছাড়া অঙ্গসজ্জা, সাউন্ড, লাইট ও সহযোগিতায় আরও ১৫ জনের টিম সংযুক্ত ছিল।

নির্দেশক শহিদুল ইসলাম শিশির বলেন, সুন্দরবনের কটকার জঙ্গলকে উপজীব‌্য করে একটি গল্প তুলে ধরা হয়েছে নাটকে। পরিবেশ দূষণ, খাচায় বন্দি প্রাণীদের অসহায়ত্ব, শিশুদের মনস্তত্ত্ব আর প্রাণীকূলের সাথে যেসব আচরণ হওয়া উচিত নয় তা মঞ্চ অভিনেতা শিশুরা দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে পেরেছে। গত বছরের জুলাইতে আমরা কাজটি শুরু করেছিলাম। মাঝখানে রাজনৈতিক অস্থিরতার জন‌্য কিছুদিন রিহার্সেল বন্ধ ছিল। এরপর পুনরায় কাজটি শুরু করে নাটকটি মঞ্চে আনা সম্ভব হয়েছে।

নাট‌্যকার তুহিন সমদ্দার বলেন, নীল কমলের বাঘ আমার লেখা প্রথম নাটক। শব্দাবলী শিশু থিয়েটারের কলাকৌশলীরা এত সুন্দরভাবে নাটকটি নির্মাণ করেছেন আমি মুগ্ধ হয়েছি। প্রতিজন শিশু তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মঞ্চে অভিনয় করেছে।

আরও বক্তব‌্য দেন সাংস্কৃতিক ব‌্যক্তিত্ব শাহনেওয়াজ ও সৈয়দ দুলাল। শব্দাবলীর সভাপতি ফারুক হোসেন, নাট‌্যকার অনিমেষ সাহা লিটু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজল ছাড়াও মঞ্চে অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা তাদের অনুভূতি ব‌্যক্ত করেন।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর