পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির চৌকিদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর এলাকার দক্ষিণ ভাষানচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির চৌকিদার দক্ষিণ ভাষানচর গ্রামের ইসহাক চৌকিদারের ছেলে। সাব্বির শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের সুপার ভাইজার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের মাছ ধরার জন্য মোটর লাগিয়ে পুকুরের পানি নিষ্কাশন করছিলেন সাব্বির। এ সময় হঠাৎ মোটর বন্ধ হয়ে যাওয়ায় সাব্বির বৈদ্যুতিক সংযোগ ঠিক করে লাগিয়ে দিতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে যান। এরপর প্রতিবেশী ও স্বজনরা সাব্বিরকে পুকুর পাড়ে কাঁদার মধ্যে পরে থাকতে দেখে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে প্রতিবেশী  নাইম ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাব্বির অত্যন্ত ভালো ছেলে। তার মৃত্যুতে এলাকার যুবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাব্বিরের এমন মৃত্যু আমরা মানতে পারছি না।

নিহতের চাচাতো ভাই নূর মোহাম্মদ বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে সাব্বির বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান। আমি আমার ভাইকে হারিয়েছে।

বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাব্বির চৌকিদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সাইফ রুদাদ/এআইএস