লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে এসে মোবাইল ও স্বর্ণ ছিনতািইয়ের ঘটনায় ২২ জনকে আটক করেছে পু্লিশ। তাদের মধ্যে ২১ জন নারী ও ১ জন পুরুষ।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত ওসি নুরনবী বিষয়টি নিশ্চিত করেন।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সকালে মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে ৪টি মাঠে প্রায় ১০/১২ লক্ষ নারী-পুরুষ উপস্থিত হন। মাহফিল শেষে বাড়ি যাওয়ার পথেই একটি ছিনতাইকারী চক্র স্বর্ণ ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ।

ওসি নূরনবী জানান, বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবুও ছদ্মবেশে নারীদের জিনিসপত্র ছিনতাই ও চুরি করে একটি চক্র । তাদেরকে সন্দেহমূলক আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, চুরি করা জিনিসপত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএস