পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে বিঁধে বাবার সামনে শরীর ক্ষতবিক্ষত হয়ে মো. আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে পেঁচানো দড়ি খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটি। 

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে।

প্রত্যক্ষদর্শী মাদরাসা শিক্ষক শাহীন হাওলাদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদীর তীরে একটি ফসলি জমিতে চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি নাইলনের দড়ি পেঁচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউট্রাল করেন। আব্দুল্লাহ নিজে এ সময় পেঁচানো দড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরে ঢুকে পড়ে। আব্দুল্লাহ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এ সময় আব্দুল্লাহর বাবা হাফিজ পঞ্চায়েতসহ আমরা তিনজন উপস্থিত ছিলাম। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে। নিজের চোখের সামনে সন্তানের করুণ মৃত্যু দেখে বাবা হাফিজ পঞ্চায়েত ঘটনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শাফিউল মিল্লাত/আরএআর