জামায়াতকে ইঙ্গিত করে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার না থাকায় স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে সরকারের সকল বরাদ্দ বণ্টন করা হচ্ছে। এটির কারণ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে বণ্টন করলে কাজ সহজ হয়। কিন্তু ফেনীর একটি ইউনিয়নে বিশেষ এক রাজনৈতিক দলের নেতারা সরকারি বরাদ্দ মহিলাদের হাতে দিয়ে তাদের মার্কায় ভোট দেওয়ার জন্য কোরআন শরীফ ছুঁয়ে শপথ করাচ্ছে। এটি কেমন রাজনৈতিক দল।

রোববার (১৯ জানুয়ারি) রাতে শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবদলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন খন্দকার বলেন, এ রাজনৈতিক দল বিএনপিকে খোঁচা দিয়ে কথা বলে। তারা তো জানে তারা কাঁচের ঘরে থাকে। কাঁচের ঘর থেকে গণমানুষের দল বিএনপিকে ঢিল মারতে যাবেন কেন। আমাদের গায়ে (শরীরে) দু’একটি ঢিল লাগলে কাটাছেঁড়া হবে। কিন্তু আপনাদের গায়ে ঢিল লাগলে পুরো কাঁচের ঘর ভেঙে যাবে।

তিনি বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগ যেমন অপরাধী, ১৯৭১ সালে আপনারাও অপরাধী ছিলেন। চব্বিশের অপরাধীদের যেমন বিচারের দাবি করছি, তেমনি ৭১ সালের সালের হত্যাকারী অপরাধীদেরও বিচারের দাবি জানাই।

ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, হাসানুজ্জামান শাহাদাত, আতিকুল ইসলাম মামুন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, কাজী নজরুল ইসলাম, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ প্রমুখ। 

তারেক চৌধুরী/এমএসএ