চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি ‘সমমনা আইনজীবী ঐক্য’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এতে বাবর বেপারী-জসিম মেহেদী-আতিক প্যানেলের ১৫ জন বিজয়ী হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম উপস্থিত আইনজীবীদের সামনে নির্বাচিত কমিটি ঘোষণা দেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আখন্দ ও সহকারী নির্বাচন কমিশনার ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রোববার ছিল আপত্তি দাখিল ও আপত্তি শুনানি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। নিদিষ্ট সময় পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার দাখিলকৃত সমমনা প্যানেলের প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম, সমিতির নবাগত সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী (জহিরউদ্দিন), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন (মেহেদী হাসান), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন দেওয়ান।

এর আগে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। এদিন বিকেল তিনটায় মনোনয়নপত্র দাখিল করেন সমমনা আইনজীবী ঐক্য (বিএনপিপন্থি) প্যানেলের প্রার্থীরা।

আনোয়ারুল হক/এমএসএ