কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, উন্নত কৃষিব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধুনিকীরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি এতে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসঙ্গে বীজবপন, চারা উত্তোলন ও ধান কর্তন করা যাবে। এসব যন্ত্রাংশ ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তুকির ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসঙ্গে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।

কৃষি বিভাগ জানান, প্রায় ৩৫ লাখ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০ শতক জমিতে ব্রিধান-৯১ রোপণ করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫ দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপণ করতে সক্ষম হবে। আগামী ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবে।

জেডএস