যশোরের কেশবপুরে খেজুরগাছ কাটতে গিয়ে গাছ ভেঙে পড়ে আবুল হোসেন খাঁ (৬২) নামে এক গাছির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেজুরগাছ কাটার সময় দুর্ঘটনাবশত গাছের মাঝের অংশ ভেঙে নিচে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। তিনি বেলকাটি গ্রামেরই বাসিন্দা।

আবুল হোসেন খাঁ কৃষিকাজ করার পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেজুরগাছ কাটতেন। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বুলু গাছি আবুল হোসেন খাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আবুল হোসেন মাঠে রস সংগ্রহের জন্য নিজেদের খেজুরগাছ কাটছিলেন। এ সময় গাছের মাঝ অংশ ভেঙে তিনি নিচে পড়ে যান। ওই সময় গাছের ভাঙা অংশ তার গায়ের ওপর পড়ে তিনি মারাত্মক আহত হন। 

আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী বলেন, বাবা খেজুরগাছ কাটছিলেন, তার পাশেই আমি কৃষিকাজ করছিলাম। গাছ ভেঙে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

এ্যান্টনি দাস অপু/আরকে