ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভাতীয় চিনি ও জিরাসহ দুজন আটক হয়েছেন। এদের মধ্যে একজন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক বলে নিজেকে দাবি করেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলায় আমুয়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জিল্লুর রহমান ওরফে হৃদয় (২৮) ও মো. মাসুদ রানা (২৭)।

জিল্লুর রহমান আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মাসুদ রানা রহিমগঞ্জ ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে। জিল্লুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, উপজেলার আমুয়াকান্দা এলাকার গুদামে ভারতীয় পণ্য মজুত রয়েছে এমন খবর পায় যৌথবাহিনীর সদস্যরা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় জিল্লুর রহমান ও তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। গুদামটি থেকে উদ্ধার করা হয় ১২৭ বস্তা ভারতীয় চিনি, জিরা ১৬ বস্তা, সেলাই মেশিন ১টি, সুজুকি জিক্সার মোটরসাইকেল ১টি ও ১৯৫টি খালি বস্তা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, জিল্লুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে এলাকায় পরিচিত। তবে অবৈধভাবে ভারতীয় মালামাল মজুত রাখার অভিযোগে তাদের আটক করা হয়। তারা কতদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। আপাতত তাদের বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

আমান উল্লাহ আকন্দ/এমএ