নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের জুয়ার আসরে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এসময় একটি লোকাল গান, দুইটি তাজা কার্তুজ, একটি ছোরা, তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে কিশোর গ্যাং এর জুয়া ও মাদকের আড্ডায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা আনুমানিক ৪-৫ জন পালিয়ে যায়। তাদের ধাওয়া করার সময় একটি লোকাল গান ও দুইটি তাজা কার্তুজ, একটি টিপ ছোরা, তিনটি চাইনিজ কুড়াল পাওয়া যায়। এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয়নি।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগ্নেয়াস্ত্র সমূহ সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের ধরার জন্য তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এমএসএ