বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মি সাহা (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার পৌর শহরের বয়রাতলা এলাকায় একটি বরই গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উর্মি সাহা বয়রাতলা এলাকার শিব্বির তালুকদারের স্ত্রী ও পার্শ্বর্বতী ভাইজোড়া গ্রামের সালেছ সাহার মেয়ে। ৩ বছর পূর্বে শিব্বিরের সঙ্গে তার বিবাহ হয়। উর্মী দম্পতির সংসারে  চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে।  

স্থানীয়রা জানান, সকালে বিছানায় স্ত্রীকে না দেখে তার দরজা খুলে ঘরের সামনের গাছের সাথে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বামী শিব্বির তালুকদার। পরে তার চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্দের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে নিহতের স্বজনদের মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার তার ভাই শাহিন তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেখ আবু তালেব/আরকে