ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক ৩ স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। একপ্রেসওয়ের ৩টি এলাকায় পেছন থেকে অপর গাড়ির ধাক্কায় ৭টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এতে বাস, প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, শুক্রবার ভোর রাত থেকে ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভোরে ওই এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ২টি ও মাওয়ামুখী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পেছন থেকে একটি বাস অপর বাসকে এবং প্রাইভেটকারকে ধাক্কা দিলে এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি। 

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, রাত থেকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশা ছিল। দুর্ঘটনায় ৩/৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। অনেকে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর চলে গেছে। এখনো দু-একটি সড়কে আছে। তবে যান চলাচল স্বাভাবিক ছিল। দুর্ঘটনার কারণে যান চলচলে তেমন বিঘ্ন ঘটেনি। 

ব.ম শামীম/আরকে