সকালে মোটরসাইকেল চুরি করে বিকেলে পুলিশের হাতে ধরা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ১০টি চুরির মামলার আসামি রানা শেখ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.শরীফ আল রাজীব।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মো. রানা শেখ বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যবর্তী যে কোনো সময়ে মামুন হোসাইন (৩০) নামে এক ব্যক্তির বাজাজ ডিসকোভার ১২৫ সিসির মোটরসাইকেল বালিয়াকান্দি থানার রেজিস্ট্রি অফিসের পাশ থেকে চুরি হয়। দুপুরে তিনি বালিয়াকান্দি থানায় মামলা করেন। ওই দিন বিকেলেই রানা শেখকে আটক করা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, বালিয়াকান্দি এলাকায় মামুন হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হলে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। আমরা অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করি।পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরকে গ্রেপ্তার করে।
মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী