চাঁদপুরের ফরিদগঞ্জে ডাগেনহাম জামে মসজিদ ইউকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় তাদেরকে ২ লাখ টাকা ও ২০০টি কম্বল দেওয়া হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া ইউনিয়নের পূর্ব একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক ব্যক্তিকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ব একলাশপুর গ্রামের বৃদ্ধ আবুল হোসেন টিন, কম্বল, টাকা সহায়তা পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার এক ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। উপার্জনক্ষম কেউ নেই। অভাবের সঙ্গে পরিবার নিয়ে বসবাস। এ সহায়তা কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।

অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাগেনহাম জামে মসজিদ সোসাইটির সেক্রেটারি জুনায়েদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সানাওয়ার মিয়া শওকত, শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুর রহিম বেগ, সমাজসেবক শাহাদাত হোসেন ইমাম ও অ্যাডভোকেট জাকির হোসেন পাটোয়ারী।

আয়োজক জুনায়েদ খাঁন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষকে ৯৫ বান্ডিল ঢেউটিন, ২ লাখ টাকা ও ২০০টি কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আনোয়ারুল হক/এমজেইউ