বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার কমিটি ঘোষণা
আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্যসচিব বনি ইয়ামিন
নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলামকে আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বনি ইয়ামিনকে সদস্যসচিব করে ২১৭ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ফরহাদুল ইসলামকে আর মুখপাত্র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান আরিফ। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন মহসিন, যুগ্ম আহ্বায়ক নোয়াখালী সরকারি কলেজের আবু সুফিয়ান, আসফার উদ্দিনসহ আরও ৩০ জন।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান সীমান্ত, যুগ্ম সদস্যসচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ইউসুফসহ আরও ২২ জন।
বিজ্ঞাপন
সিনিয়র সংগঠক পদে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদা সুলতানা ইতু, ইসলামিয়া মাদরাসার আফসার উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভিরুল ইসলামসহ ২৩ জন। এসব পদ ছাড়াও কমিটিতে ১২৯ জন সদস্য রয়েছেন।
আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যসচিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি ইয়ামিন ঢাকা পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। স্বৈরাচার যেন কোনোভাবে পরিস্থিতি ঘোলা করতে না পারে এবং গণতন্ত্র রক্ষায় আমরা কাজ করে যাব।
হাসিব আল আমিন/এমজেইউ