সাভারে কলেজে যাওয়ার পথে ফুটওভার ব্রিজের সঙ্গে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক উজ্জামান (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুটওভারব্রিজের নিচে ঘটনাটি ঘটে।

নিহত তারেকুজ্জামান সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধুরা জানায়, তারেকুজ্জামান ক্লাস শেষ ফুটওভারব্রিজ দিয়ে পার হচ্ছিলেন। এ সময় বিদ্যুৎ লাইনের একটি ছেঁড়া তাড় তারেকুজ্জামানের শরীরে স্পর্শ করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, দুপুরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটওভার ব্রিজে ভাসমান দোকানিদের রাখা ছেঁড়া তারে বিদ্যুৎয়িত হয়ে তার মৃত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লোটন আচার্য্য/এমএন