বন্দোবস্ত ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ভূমিহীনদের মানববন্ধন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দোবস্ত দেওয়া ভূমি নিয়ে ষড়যন্ত্র ও ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা।
সোমবার (২৭ জানুয়ারী) উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই ভূমিহীন। এসব মানুষেরও একসময় বাড়ি ছিল ঘর ছিল সবকিছুই ছিল। কিন্তু মেঘনার করাল গ্লাসে সবকিছুই বিলীন হয়ে গেছে। বিভিন্ন সময়ে নদীর বুকে জেগে ওঠা নতুন চরে অস্থায়ীভাবে ভূমিহীনরা বসবাস করে আসছে। সরকারিভাবে ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া নথির জমি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সসমন্বয়করা বিনামূল্যে প্রকৃত ভূমিহীনদের এই জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়েছে। ভূমিহীনদের কাছ থেকে চাঁদা না পেয়ে ভূমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে।
প্রশাসনকে এই বিষয়ে তৎপর থেকে ভূমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি জানান তারা।
বিজ্ঞাপন
মানববন্ধনে হাতিয়া ভূমিহীন পূর্ণবাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিন, ভূমিহীন নেতা মফিজুর রহমান, সায়েলা আক্তার, আব্দুল জলিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইউছুফ প্রমুখ বক্তব্য রাখেন।
হাসিব আল আমিন/এমএ