পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের কর্মী সুজন হাওলাদারকে (৩৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন এবং ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহির ছেলে এনামুল ইসলাম (৩০) ও সাত্তার মুন্সীর ছেলে জিহাদ মুন্সী (২৫)। এনামুল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক এবং জিহাদ জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক।

জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে কনকদিয়া বীরপাশা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে ২০-২৫ জন অটোরিকশাচালক সুজন হাওলাদারকে কুপিয়ে খুন করেন। এ ঘটনায় নিহত সুজনের বাবা নবী আলী হাওলাদার বাদী হয়ে ২০ জনকে নামীয় ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুজন হাওলাদার আওয়ামী লীগের কর্মী ছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনীতি ছেড়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার জিহাদ মামলার ১১ ও এনামুল ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরিফুল ইসলাম সাগর/এমজেইউ