উদ্বোধনের আগেই খসে পড়ছে ৩৩ লাখ টাকার সেতু
ঠাকুরগাঁওয়ে উদ্বোধনের আগেই নবনির্মিত একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহাদেবপুর থেকে ভেলারহাট গ্রামের দলুয়াপাড়ার রাস্তার ওপর নির্মাণ করা হয় সেতুটি। এ খবর জানার পর ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে সিমেন্টের প্রলেপ দিয়ে সেতুর ফাটল ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মহাদেবপুর থেকে ভেলারহাট গ্রামের রাস্তার দলুয়াপাড়া গ্রামে ৯ দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে পিআইও কার্যালয়। ৩৩ লাখ ১৭ হাজার ৯১৫ টাকা চুক্তি মূল্যে সেতুটি নির্মাণের কাজ বাস্তবায়ন করে ঠাকুরগাঁও রোডের মেসার্স এসএসজিএন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
গত বছরের ৩০ এপ্রিল কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অক্টোবর মাসে কাজ শুরু করে। গত বছরের ৫ নভেম্বর সেতুর কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি চলতি মাসের শুরুর দিকে কাজ শেষ করে, কিন্তু সেতুটি এখনো উদ্বোধন করা হয়নি। কিন্তু উদ্বোধনের আগেই সেতুটিতে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান।
দলুয়াপাড়া গ্রামে নির্মিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত সেতুটি নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সেতুর বিভিন্ন জায়গায় ছোট-বড় ফাটল। এলাকাবাসী সেই ফাটল অংশে হাত দিয়ে ভেঙে রড বের করে ফেলছেন। সেতুটির কাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের শেষ নেই।
বিজ্ঞাপন
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, নিম্নমানের কাজের কারণে সেতুর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল, খসে গেছে পলেস্তারা।
এ ব্যাপারে মেসার্স এসএসজিএন এন্টারপ্রাইজ এর সঙ্গে যোগাযোগ করা তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিআইও আবু শোয়েব খান বলেন, অভিযোগ পেয়ে আমি সেতুটি পরিদর্শনে গিয়ে দেখেছি, আসলেই সেতুর কাজের মান খারাপ হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।