মেঘনায় ডাকাতের গুলিতে জেলে নিহত, গুলিবিদ্ধ ২
ভোলার মেঘনা নদীতে ডাকাতদের গুলিতে মো. হাসান (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জেল। পরে তাদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. হাসান সদর উপজেলাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধরা হলেন- আব্বাস মাঝি (৩৫) ও কাঞ্চন মাঝি (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহত জেলে কাঞ্চন মাঝি ঢাকা পোস্টকে জানান, শনিবার বিকেলের দিকে ৬ জন মাঝিমাল্লা সহ আব্বাস মাঝির নেতৃত্বে মেঘনায় মাছ ধরতে যান। সদর উপজেলার তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন তারা। পরে সন্ধ্যার দিকে জাল টানার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এসময় ডাকাতদল অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। পরে আব্বাস মাঝির ট্রলারের জেলেরা ডাকাতদলের হামলায় চিৎকার দিলে ডাকাতরা তাদের ওপর গুলি চালান। এসময় ডাকাতদের গুলিতে ঘটনাস্থলেই হাসান নিহত হন। এবং কাঞ্চন মাঝি ও আব্বাস মাঝি গুলিবিদ্ধ হন। এছাড়া আব্বাস মাঝির ট্রলারের বাকি ৩ জন জেলেও গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও জানান, ডাকাতদল চলে যাওয়ার পরে আহত জেলেরা অন্য জেলেদের সহায়তায় তাদের ট্রলারটি নদীর তীরে নিয়ে এলে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে রেফার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম ঢাকা পোস্টকে জানান, মেঘনা নদীতে জেলেদের ওপর হামলার ঘটনায় মো. হাসান নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মো. খাইরুল ইসলাম/এমএন