ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ার এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। গত কয়েকদিন থেকে গভীর রাত থেকে কুয়াশার মোড়ানো পথঘাট। এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন।
রোববার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এদিকে শনিবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়াসহ ও হাঁড় কাঁপানো শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি মত ঝড়ছে শীতের শিশির। কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্নআয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
বাসচালক খায়রুল হক বলেন, ঘন কুয়াশায় ঢাকা রাস্তা ঘাট ১০ ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছি। শীত আর ঘন কুয়াশায়র কারণে রাস্তায় দুর্ঘটনা বাড়ছে প্রতিদিন এজন্য সর্তকতার সঙ্গে ধীরে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছি গন্তব্যে।
বিজ্ঞাপন
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ রোববার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
সোহাগ গাজী/দিনাজপুর