নওগাঁয় আমবাজার নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম উদ্বোধন
আমবাজার মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নওগাঁর সাপাহার উপজেলায় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাতে উপজেলা সদরের উল্লাস সিনেমা হলের উত্তর পাশে এর উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, নওগাঁর আমের ব্র্যান্ডিং করার জন্য গত বছর সুন্দর সুন্দর স্লোগান তৈরি করা হয়েছিল। এ বছরও স্লোগান তৈরি করা প্রয়োজন। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিভিন্ন জাতের আমের কেনাবেচায় পাঁচ শতাধিক আমের সর্বোচ্চ আড়তে গড়ে উঠেছে সর্ববৃহৎ আমের বাজার।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমের রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে বরেন্দ্র অঞ্চলের সাপাহার উপজেলা। তাই আম ব্যবসায়ী ও চাষিরা যাতে কোনো প্রকার হয়রানি শিকার না হন, সে ব্যাপারে পুলিশ সচেষ্ট থাকবে। এ ছাড়া আম ব্যবসাকে কেন্দ্র করে যাতে পরিবহনক্ষেত্রে চাঁদাবাজি না হয়, সে ক্ষেত্রেও পুলিশ কঠোর থাকবে।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমারর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তারেকুজ্জামান, আম আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাপী, নওগাঁ জেলা ও সাপাহার থানা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও আম আড়ৎ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শামীনূর রহমান/এনএ