ফিলিস্তিনিদের ওষুধ উপহার দিল ‘চলো স্বপ্ন ছুঁই’
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ও হতাহত ফিলিস্তিনিদের জন্য ওষুধ উপহার নিয়ে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’। সংগঠনটির পক্ষ থেকে উপহার হিসেবে ফিলিস্তিন দূতাবাসে ৫০ হাজার ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মে) দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের পক্ষে দূতাবাসের এক প্রতিনিধির হাতে ওষুধ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহতাসিম আবশাদ জিসান। ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসার এমন উপহারে ‘চলো স্বপ্ন ছুঁই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহতাসিম আবশাদ জিসান বলেন, আমরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনে ব্যথিত। রমজান, ঈদ কোনো কিছুই উদযাপন করে পারেননি ফিলিস্তিনের মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর জুলুম, নিপীড়ন, অত্যাচার ও গণহত্যা সহনীয় ঘটনা নয়। এতে অনেক মানুষ হতাহত হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা প্রথমে ১ লাখ ওষুধ পাঠানোর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ফিলিস্তিন দূতাবাস থেকে সময় স্বল্পতার বিষয়টি জানানো হলে আমরা সাধ্যমত চেষ্টা করেছি সংগৃহীত ওষুধ তাদের কাছে পৌঁছে দেওয়ার।
সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম আলম তাসিন বলেন, মানুষ মানুষের জন্য। জীবনের প্রয়োজনের মানুষ এগিয়ে আসছেন, আসবেন। আজ ফিলিস্তিনের মানুষ ইসরায়েলি শক্তির কাছে আক্রান্ত। ফিলিস্তিনিদের জন্য সামান্য কিছু ওষুধ উপহার হিসেবে পৌঁছে দিয়েছি।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর