ফেনীতে ছাত্রলীগ সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ
ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে নিষিদ্ধ ছাত্রলীগে সংশ্লিষ্টতা সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র প্রতিনিধিরা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আটকরা হলেন- গাইবান্ধা জেলার ফারুকুল ইসলামের ছেলে মোতাসিম ফুয়াদ ও নোয়াখালীর চরজব্বর এলাকার কার্তিক তালুকদারের ছেলে নির্ভয় তালুকদার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আটকরা ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তারা গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। রোববার দুপুরে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য আসলে তাদের আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।
ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, আন্দোলনের সময় তারা আমাদের হোস্টেলের শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করার জন্য নানা হুমকি দিয়েছিল। তখন শিক্ষার্থীরা হোস্টেল না ছাড়লে তাদের ওপর নানা শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল। তারা সবসময় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চলাফেরা করতো।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/এমএসএ