চাঁদপুরে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে।
আবুল হাশেম চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামের বাসিন্দা। সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আবুল হাশেম ১৮ মে বিকেল ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।
শরীফুল ইসলাম/এমএসআর
বিজ্ঞাপন