নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হাজী আমিন নামে একটি মাছের খামারে মাদক বিক্রেতারা বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে কতিপয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় এ ঘটনার পর বুধবার ওই খামারের সব মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ওই খামারের মালিক।

হাজী আমিন মৎস্য খামারের মালিক ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমিন জানান, প্রতি বছর তিনি খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। চলতি বছরেও কারফু, রুই, কাতলা, গ্রাস কাপ, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন।

গত দুদিন আগে বরুণা এলাকার মাদক বিক্রেতা দিপু, মোমেন ও রাসেলকে মাদক ব্যবসায় বাধা দেন তিনি। এর জের ধরেই মঙ্গলবার রাতের যেকোনো সময় ওই মাদক বিক্রেতারা তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে বলে তার অভিযোগ। 

এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। তবে এ ব্যাপারে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ এফ এম এ সায়েদ বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে যদি এ ঘটনা ঘটানোর দোষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএএস