পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওমর ফারুক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মো. জাহাঙ্গীর (৪৫) ও মো. কামাল (৩৫)। বুধবার (২৬ মে) বেলা ৩টায় পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
কলাগাছিয়া গ্রামের বাসিন্দা মো. নাঈম ইসলাম জানান, বিকেলে বাজারে যাওয়ার জন্য ওমর ফারুক আর কামাল বাড়ি থেকে বের হন। বাড়ির পাশের কোলা (ফসলি জমি) পার হয়ে রাস্তায় ওঠেন কামাল। তবে পেছনে আটকে যান ওমর ফারুক। এ সময় কামাল তার ভাগিনা ওমর ফারুককে না দেখে আবারও কোলার কাছে যান এবং তাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। কামাল তাকে ধাক্কা দিলে তিনিও আটকে যান।
বিজ্ঞাপন
এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন মো. জাহাঙ্গীর। তিনি মো. ওমর ফারুক ও মো. কামালকে ধরলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নার্স মো. মনির ঢাকা পোস্টকে বলেন, বিকেলে ওমর ফারুককে জরুরি বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় আনা হয় মো. কামাল, মো. জাহাঙ্গীকে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ইটবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, কলাগাছিয়া গ্রামে বিদুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। এ ছাড়া দুজন আহত অবস্থায় আছেন। একজন মোটামুটি সুস্থ, অন্যজন হাসপাতালে ভর্তি আছেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর কারিগরি) প্রকৌশলী এম এ সাঈদ ঢাকা পোস্টকে বলেন, গলাচিপা গ্রামে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কি না, বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খোঁজ নেব।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ