চট্টগ্রামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং কোতোয়ালি থানার জামালখান এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচার হয়। এর জের ধরে এদিন রাতে ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করেন। বাড়িটি ভাঙচুরের পর আগুন দেওয়া হয় এবং একপর্যায়ে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।
এদিন রাতে চমেক হাসপাতাল এলাকায় বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। এ সময় মিছিল থেকে হাসপাতাল এলাকার একটি ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের জামালখান এলাকায় একটি মিছিল থেকে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের একাধিক ম্যুরাল ভাঙচুর করা হয়।
বিজ্ঞাপন
এমআর/এএমকে