নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজের ঢালে দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা রিকশা আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিনহাজ জানান, আজ বিকালের দিকে ওই ব্যক্তি কাচপুর ব্রিজের ঢালে রিকশা করে যাচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি বাস তার রিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 তিনি জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, আজ বিকেলের দিকে নারায়ণগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএসএ